মাসিক সভার সিদ্ধান্ত সমূহ হলঃ
মাসিক সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/ কর্মচারীগনের দপ্তর ভিত্তিক বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত সমূহ সভার মন্তব্য বহিতে লিপিবদ্ধ করা হয়। প্রয়োজন বোধে কোন কোন সভার সিদ্ধান্ত সমূহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাযালয়ে প্রেরণ করা হয়।
মাসিক সভা সমূহঃ
বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে প্রতি মাসে একটি করে সভা অনুষ্ঠিত হয়ে থাকে।
আলোচ্য সূচী ১। ওয়ার্ড সভা ২। আইন শৃংখলা ৩। বিবিধ
সিদ্দামত্মঃ- ১। পূর্ববর্তী সভার কার্যবিবরনী পাঠ ও অনুমোদন।
২। সভায় সভাপতি সাহেব এল,জি,এস,পি- ২ ফান্ড প্রনয়ন ও পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রনয়নের নিমিত্ব পরিকল্পনা নিশ্চিত করনের লক্ষে প্রত্যেক ওয়ার্ডে উন্মুক্ত ওয়ার্ড সভা করার প্রস্থাব করেন প্রত্যেক সদস্য সদস্যগণ নিজ নিজ ওয়াডে তারিখ নিধারন করে ওয়ার্ড সভা জরম্নরী ভিত্তিতে সমাপ্ত করবেন বলে মত প্রকাশ করেন এবং সিদ্ধান্ত গ্রহীত হয়।
৩। সভায় সামাজিক আইন শৃংখলা ও সন্ত্রাস প্রতিরোধ নিয়ে ইউ,পি চেয়ারম্যান ও অত্র কমিটির সভাপতি জনাব মোঃ জুবায়ের ইব্রাহিম সাহেব আলোচনা উপস্থান করেন এবং আলোচনা পর্যালোচনা ক্রমে অত্র কমিটি আইন শৃংখলা পরিস্থিতির কোন অবনতি বা সন্ত্রাস মূলক কোন কার্যক্রম ঘটেনাই বলেন সদস্যগণ সভাপতি সাহেব অবহিত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস