Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে পিরিজপুর ইউনিয়ন

একনজরে পিরিজপুর ইউনিয়ন পরিষদ

কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়ন একটি অন্যতম ইউনিয়ন। পিরিজপুর ইউনিয়ন হলো বাজিতপুর উপজেলার সবচেয়ে বড় ইউনিয়। পিরিজপুর ইউনিয়ন বাজিতপুর উপজেলা সর্ব পশ্চিমে অবস্থিত। কটিয়াদী এবং কুলিয়ারচর উপজেলার মিলন স্থল হলো পিরিজপুর ইউনিয়ন। উপনিবেশ আমলে এই ইউনিয়নের উপর দিয়ে বাজিতপুর তথা উপজেলা পূর্বাঞ্চলে যাতায়াতের জন্য একমাত্র পাকা রাস্তা ছিল। কালপরিক্রমায় আজ পিরিজপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয়অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।

ক) নাম– ৮নং পিরিজপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ৩২বর্গ কিঃমিঃ (প্রায়)

গ) লোকসংখ্যা– ৩৪,৪৭৭জন। ( পুরুষ ১৪৭৩৬ জন ও মহিলা ১৯৭৪১) 

গ) ভোটার সংখ্যা- ২৩,০৫৮ জন। (পুরুষ ১০৩১৪ ও মহিলা ১২৭৪৪ জন)

ঘ) গ্রামেরসংখ্যা– ২৭টি।

ঙ) মৌজারসংখ্যা– ০৭টি।

চ) হাট/বাজার সংখ্যা-০৫টি।

ছ) উপজেলা সদর থেকে যোগা যোগমাধ্যম– সিএনজি/রিক্সা, বাস, পিক-আপ।

জ) শিক্ষারহার– ৪৪%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)

    সরকারীপ্রাথমিকবিদ্যালয়- ০৯টি,

    বে-সরকারীরেজিঃপ্রাঃবিদ্যালয়- ০৪টি,     

    মাধ্যমিকবিদ্যালয়ঃ০২টি,

    মাদ্রাসা- ০৩টি।

ঝ) দায়িত্বরতচেয়ারম্যান–জনাবমোঃ জাফর ইকবাল জুয়েল

ঞ) গুরুত্বর্পূণধর্মীয়স্থান- ২টি।

ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।

ঠ) ইউনিয়নপরিষদজনবল–

               ১) নির্বাচিত সদস্য– ১৩জন। ২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন। ৩) ইউনিয়ন গ্রামপুলিশ– ৭জন।

 

ওয়ার্ড ভিত্তিক গ্রাম সমূহ-

ওয়ার্ড

গ্রাম

১নং ওয়ার্ড

উজানচর, উত্তর গজারিয়া, বিলপাড় গজারিয়া।

২নং ওয়ার্ড

ডুয়াইগাঁও, জফরপুর, বিলপাড় ডুয়াইগাঁও।

৩নং ওয়ার্ড

গোথালিয়া, নবুরিয়া, হাপানিয়া, নিলখী নয়াহাটি, নিলখী হাপানিয়া, বাংলা বাজার।

৪নং ওয়ার্ড

সুলতানপুর, মিরাকান্দি, গয়েশপুর, বোর্ড বাজার।

৫নং ওয়ার্ড

নিলখী, নোয়াগাঁও নিলখী, তাতারকান্দা।

৬নং ওয়ার্ড

জোয়ারিয়া, কৈকুড়ী।

৭নং ওয়ার্ড

দক্ষিন পিরিজপুর, বাজেগাঁও, মুন্সিকান্দা, পিরিজপুর বাজার, পূর্ব পিরিজপুর।

৮নং ওয়ার্ড

মধ্য পিরিজপুর, পশ্চিম পিরিজপুর, সূতিরপাড়, জয়নগর, আমতলা, জয়নগর নয়াহাটি।

৯নং ওয়ার্ড

খাশালা গজারিয়া, বড় গজারিয়া, ছোট গজারিয়া, গজারিয়া বাজার।

 

যোগাযোগ ব্যবস্থা

 

স্থল পথঃপিরিজপুর ইউনিয়ন পরিষদের মাঝ দিয়ে ঢাকা-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়ক । এই মহাসড়ক দিয়ে সহজেই অল্প সময়ের মধ্যে ঢাকাসহ দেশের যে কোন স্থানে যাওয়া যায়। উপজেলা পরিষদে যাতায়াতেও আছে বড় পাকা সড়ক।

 

 

হাট-বাজার

 

পিরিজপুর ইউনিয়নে অনেকগুলো হাট-বাজার রয়েছে। এর মধ্যে পিরিজপুর বাজার, জামতলী বাজার, গজারিয়া বাজার, উজানচর বাজার, বোর্ড বাজার, বাংলা বাজার ইত্যাদি। সবচেয়ে বড় বাজার হলো পিরিজপুর বাজার, এতে প্রায় ৫০০টি দোকানপাট আছে। বাজিতপুর তথা কিশোরগঞ্জ জেলার সবচেয়ে বড় কাঁচা বাজার হিসাবে খ্যাত এবং কলার বাজার হিসাবে বিখ্যাত। এখান থেকে জেলার বিভিন্ন উপজেলায় সব্জি চালান হয়।